top of page

vivo X200 Pro

Which Phone Should You Get for a Great Photography Experience?
If you’re looking for a smartphone that excels at photography within a good budget, I highly recommend considering the vivo X200 Pro.

I’ve personally used this device for photography over several days and was genuinely impressed by the results—especially in portrait and macro shots. The output was often surprising in the best way!
 

Here’s what I loved about the vivo X200 Pro:
   •    200MP periscope telephoto camera (85mm focal length)
   •    Even at 10x zoom, the telephoto lens captures detailed photos in daylight
   •    Portrait mode offers a 135mm focal length look—excellent for subject isolation
   •    The periscope lens has a short minimum focus distance, which allows for beautiful macro shots
   •    50MP ultra-wide camera (15mm) for expansive views
   •    50MP main camera (23mm) delivers sharp, vibrant images
   •    Zeiss filters provide gorgeous bokeh in portraits
   •    Long battery life—perfect for all-day shooting
   •    Built-in five focal lengths give you creative framing flexibility
   •    Excellent image processing in portrait mode
   •    The built-in AI Eraser works impressively well to clean up distractions

What could have been better:
   •    Video quality could use improvement, especially on the ultra-wide lens
   •    In low-light conditions, image processing can be a bit too obvious
   •    Indoor portraits can sometimes result in overly smooth skin (which not everyone prefers)
   •    10x zoom in low light isn’t very usable

Final Thoughts:

My experience with the vivo X200 Pro has been highly satisfying. It consistently met my expectations for mobile photography. If you’re serious about taking high-quality photos with your phone, this is a strong contender I would confidently recommend.
 

Model: vivo X200 Pro

Price: Around ৳90,000 (unofficial)

Video Review: VIVO X200 Pro Unboxing, Camera Test & Launching Event

ফোন দিয়ে ভালো ছবি তোলার জন্য কোন ডিভাইসটি নিবো?

আপনি যদি ভালো বাজেটের মধ্যে ছবি তোলার জন্যে একটি ফোন নিতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই বলব অপশনে vivo X200 Pro রাখতে।

আমি এই ডিভাইসটি দিয়ে বেশ কিছুদিন ফটোগ্রাফি করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। স্পেশালি পোর্ট্রেট আর ম্যাক্রোতে আউটপুট অবাক করার মতো ছিলো!
 

এর যেসব ব্যাপার ভালো লেগেছে:

- ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৮৫ মিমি)

- ⁠টেলিফটো ক্যামেরায় ১০x এ ছবি তোলার পরেও বেশ ডিটেইলড আসে (ডে লাইটে)

- ⁠পোর্ট্রেট মোড এ ১৩৫ মি.মি. ফোকাল লেন্থ

- ⁠পেরিস্কোপ লেন্সটির মিনিমাম ফোকাস ডিসটেন্স কম তাই চমৎকার ম্যাক্রো তোলা যায়

- ⁠৫০ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা (১৫ মিমি)

- ⁠৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা (২৩ মিমি)

- ⁠Zeiss এর কিছু লেন্স ফিল্টার দারুন বোকেহ প্রোডিউস করে

- ⁠লং ব্যাটারী ব্যাকআপ

- ⁠বাই ডিফল্ট ৫ টি ফোকাল লেন্থ সিলেক্ট করা যায়, অনেক ফ্রেমিং ভেরিয়েশন আনা যায়

- ⁠পোর্ট্রেট এর ক্ষেত্রে ইমেজ প্রসেসিং দারুণ

- ⁠AI Eraser বেশ ভালো কাজ করে
 

যেসব ব্যাপার আরও ভালো হতে পারত:

- ভিডিও কোয়ালিটি একটু বেটার হতে পারত (আলট্রা-ওয়াইড ক্যামেরাতে)

- ⁠লো লাইটে ছবিতে প্রসেসিং এর ছাপ স্পষ্ট বোঝা যায়

- ⁠ইন্ডোরে পোর্ট্রেট এ স্কিন কিছুটা স্মুথ করে দেয় (এটা অনেকে পছন্দ করে না)

- ⁠অল্প আলোতে ১০x জুম খুব একটা ইউজফুল না
 

X200 Pro দিয়ে ছবি তোলার এক্সপেরিয়েন্স আমার ভালো ছিলো। এক্সপেকটেশন অনুযায়ী ছবি পাচ্ছিলাম। ফটোগ্রাফির জন্য আমি রেকোমেন্ড করব।

মডেল: vivo X200 Pro

দাম: ৯০ হাজার টাকার আশে পাশে (unofficial)

Video Review: 
VIVO X200 Pro Unboxing, Camera Test & Launching Event

bottom of page