top of page

Galaxy S25 Ultra

IMG_8038_SnapseedCopy.jpg

Which phone should I get for both photography and video?

If you want to take good photos and videos with a phone within a decent budget, I would suggest you consider the Samsung Galaxy S24 Ultra or S25 Ultra.

The camera quality of both phones is almost identical. You won’t notice much difference with the naked eye.
 

Here are the features I liked:

  • 200MP main camera, meaning even if you crop a lot, the photo quality will still remain good

  • Presence of two separate cameras for 3x and 5x zoom (67mm and 111mm)

  • Good stabilization on the ultra-wide camera (in daylight)

  • Recording at 4K 120fps (gives good quality in daylight)

  • Option to record 10-bit HDR videos (available in S25 Ultra)

  • Option to shoot videos in LOG (output is decent)

  • Option to take photos in RAW format

  • Cinematic mode has improved

  • Excellent AI image editor
     

Things that could’ve been better:

  • The 5x camera could’ve had higher resolution

  • The 3x camera is only 10MP, which is almost unusable in low light

  • At 10x digital zoom, some artificial sharpening is noticeable

  • In low-light video, aside from the main camera, the rest produce a lot of noise

  • Stabilization in low light is just average

  • In general, there’s a noticeable sharpness in videos (personally I don’t like this)

I have used both devices for quite some time, and as all-rounders, they seemed very good. Recommended from my side.

Model: Samsung Galaxy S25 Ultra & S24 Ultra
Price: BDT 92,000–93,000 (S24U)
BDT 112,000–113,000 (S25U)
Even less if you buy pre-owned.

Video Review: 
Samsung Galaxy S25 Ultra Camera Test

ফোন দিয়ে ফটো তোলা এবং ভিডিও দুটোই সমান ভাবে করার জন্যে কোন ডিভাইসটা নিবো?

আপনি যদি ভালো বাজেটের মধ্যে ফোন দিয়েই ভালো ছবি তুলতে চান এবং একই সাথে ভালো ভিডিও করতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করব Samsung Galaxy S24 Ultra অথবা S25 Ultra.

দুটো ফোনের ক্যামেরা কোয়ালিটি অলমোস্ট আইডেন্টিকাল। খালি চোখে খুব একটা ডিফারেন্স পাবেন না।

এদের যেসব ফিচার ভালো লেগেছে:

- ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অর্থাৎ অনেকখানি ক্রপ করে ফেললেও ফটো কোয়ালিটি ভালো থাকবে

- ⁠৩x এবং ৫x দুটো আলাদা ক্যামেরার উপস্থিতি (৬৭ মিমি ও ১১১ মিমি)

- ⁠আলট্রা ওয়াইড ক্যামেরাতেও ভালো স্টেবিলাইজেশন (ডে লাইটে)

- ⁠4k 120 fps এ রেকর্ডিং (ডে লাইটে ভালোই কোয়ালিটি আসে)

- ⁠১০-বিট HDR ভিডিও করার অপশন (S25 Ultra তে)

- Log এ ভিডিও করার অপশন (আউটপুট মোটামুটি)

- ⁠Raw ফরম্যাট এ ছবি তোলার অপশন

-সিনেম্যাটিক মোড ইমপ্রুভ করেছে

- ⁠অসাধারণ AI ইমেজ এডিটর

যেসব ব্যাপার ভালো হতে পারতো:

- ৫x ক্যামেরাটা আরও বেশি রেজুলেশন হলে ভালো হতো

- ⁠৩x ক্যামেরাটা ১০ মেগাপিক্সেল এর, লো লাইটে মোটামুটি আনইউজেবল

- ⁠১০x ডিজিটাল জুমে কিছুটা আর্টিফিশিয়াল শার্পেনিং চোখে পড়ে

- ⁠লো লাইট ভিডিওতে মেইন ক্যামেরা বাদে বাকিগুলোতে প্রচুর নয়েজ চোখে পড়ে

- ⁠লো লাইটে স্টেবিলাইজেশন মোটামুটি

- ⁠ইন জেনারেল ভিডিওতে একটা শার্পনেস দেখা যায় (পার্সোনালি আমার এটা এই ব্যাপারটা পছন্দ না)

আমি বেশ অনেকদিন দুটো ডিভাইসই ব্যবহার করেছি এবং অলরাউন্ডার ডিভাইস হিসেবে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমার পক্ষ থেকে রেকোমেন্ডেড।

মডেল: Samsung Galaxy S25 Ultra & S24 Ultra

দাম: ৯২-৯৩ হাজার (S24U)

১ লাখ ১২-১৩ হাজার (S25U)

Pre-owned নিলে আরও কম পড়বে।

Video Review: Samsung Galaxy S25 Ultra Camera Test

bottom of page